মাত্র একদিন আগে তাঁর ফেসবুক পোস্ট ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। এবার তাঁকে প্রার্থী করতে চেয়ে পোস্টার দিলেন কংগ্রেস কর্মীরা। সদ্য আনুষ্ঠানিক ভাবে রাজনীতিতে নাম লিখিয়েছেন স্ত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। এবার তাঁর স্বামী রবার্ট বঢরাকে নিয়েও জল্পনা তুঙ্গে উঠেছে। রবার্টরা আদতে উত্তরপ্রদেশের মোরাদাবাদের বাসিন্দা। তাই সেখান থেকেই তাঁকে প্রার্থী করার দাবি উঠেছে। যেভাবে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বা অন্য নেতাদের ছবি সম্বলিত পোস্টার পড়ে সেভাবেই রবার্টের পোস্টার পড়েছে। তাতে লেখা হয়েছে, ‘মোরাদাবাদ লোকসভা আসন থেকে লড়ার জন্য আপনাকে স্বাগত জানাচ্ছি।' এই পোস্টারের বিষয়টি রবার্টই সাংবাদিকদের জানিয়েছেন বলে খবর।