বারাণসী থেকে মোদীর বিরুদ্ধে সপা'র প্রার্থী বরখাস্ত সেনা তেজবাহাদুর

সীমান্তে নিরন্তর লড়াই করে যেতে হয় তাঁদের। কিন্তু কী খাবার খেয়ে থাকেন তাঁরা, কেমনই বা গুণমান সেইসব খাবারের, তা নিয়ে বছরখানেক আগে একটি ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে ছাড়ার পর ওই ভিডিও'র মালিক সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কর্মী তেজ বাহাদুর যাদবকে বরখাস্ত করে দেওয়া হয় বিএসএফ থেকে।

Related Videos