১৯৮৪ সালের শিখ দাঙ্গা নিয়ে কংগ্রেস নেতা স্যাম পিত্রোদা যা মন্তব্য করেছিলেন তাঁর জন্য ক্ষমা চাওয়া উচিৎ বলেই ফেসবুকে লিখেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। শিখ দাঙ্গা সম্পর্কে কংগ্রেসের নেতা স্যাম পিত্রোদার মন্তব্য “পুরোপুরি এবং সম্পূর্ণরূপে ভুল ছিল” কংগ্রেস প্রধান রাহুল গান্ধী শুক্রবার একটি ফেসবুক পোস্টে লিখেছেন। তিনি লেখেন, “স্যাম পিত্রোদা যা বলেছেন তা পুরোপুরি এবং সম্পূর্ণরূপেই ভুল। আমি সরাসরি তার সাথে যোগাযোগ করবো। তার মন্তব্যের জন্য তাকে ক্ষমা চাইতে হবে।” তিনি আরও বলেন, ওই দাঙ্গায় প্রায় ৩,০০০ মানুষ মারা যান। এটি ভয়ানক ট্রাজেডি। স্যাম সেই সময় এই দাঙ্গার বিষয়ে বলেছিলেন, “যা হয়েছে, হয়েছে।” স্যাম পিত্রোদা এদিন জবাবে বলেন, “আমি বলতে চেয়েছিলাম যা হয়েছে খারাপ হয়েছে। আমার হিন্দি অত ভালো নয় বলে আমি খারাপ শব্দটা হিন্দিতে বলতে পারিনি।”