বাগদেবীর আরাধনা রাজ্যজুড়ে। স্কুল-কলেজ থেকে শুরু করে ঘরে ঘরে সরস্বতী পুজো। উৎসবের আমেজ রাজ্যজুড়ে। সেলিব্রিটিদের ঘরেও চলে বাগদেবীর আরাধনা। প্রখ্যাত নৃত্যশিল্পী মধুবনী চ্যাটার্জির জাহ্নবীতে সরস্বতী বন্দনা করা হয় প্রতিবছরের মতো এবছরও । এই উৎসবকে ঘিরেই অনুষ্ঠানের আয়োজন করেছিলেন মৃত্যু শিল্পী মধুবনি চ্যাটার্জী।সকালে পুজো পর্ব মিটে গেলেও নিয়ম করে প্রতিবছরই উৎসবের আয়োজন করেন শিল্পী মধুবনি চ্যাটার্জী। তিনি জানালেন তার বাবার সবাইকে কে এই পুজো শুরু হয়েছে এখনো প্রতিবছর ঠিক একইভাবে নিষ্ঠার সঙ্গে এই পুজো তিনি করে আসছেন।পুজোর পর প্রতিবছরের মতো এবছরও অনুষ্ঠানের আয়োজন করেছিলেন তিনি, কচিকাঁচা থেকে বড়রা সবাই করলেন অনুষ্ঠান নাচ গান কবিতায় বাদ দিবি কে নিজেদের শ্রদ্ধা জানালেন সবাই।এই দিনটা একেবারেই আলাদা আর তাই নিজের ছাত্রছাত্রীদের সঙ্গে একেবারে ছোটবেলাতেই পৌঁছে যান জানো তুমি।অনুষ্ঠানে উপস্থিত শিল্পী মধুবনী চ্যাটার্জী ছাত্র-ছাত্রীরা নিজেদের মতো করেই প্রত্যেক বছরা নিজেদের মতো করেই প্রত্যেক বছরের মতো এ বছরও অনুষ্ঠানের মাধ্যমেই মা সরস্বতী কে প্রণাম জানালেন।