সেট থেকে বলছি পর্ব ১- মুখোমুখি দেবী চন্ডী ও মনসা

গত এক বছর ধরে টিআরপির ভিত্তিতে কালার্স বাংলা চ্যানেলে এক নম্বরে রয়েছে মনসা ধারাবাহিকটি। টানা এতদিন পয়লা নম্বর ধরে রাখার রহস্যভেদ করলেন চাঁদনী সাহা ও অদিতি চট্টোপাধ্যায়।