উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালিতে রাজনৈতিক সংঘর্ষের জেরে হওয়া খুনোখুনি নিয়ে কেন্দ্র-রাজ্য চাপান উতোর শুরু হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার বার্তা এসেছে কেন্দ্রের তরফে। পাল্টা রাজ্য জানিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণেই আছে। কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে মাত্র, সংঘর্ষের মৃত প্রদীপ মন্ডলের স্ত্রী পদ্মা মন্ডল রবিবার সন্ধ্যায় জানালেন তাঁর চোখের সামনেই স্বামীকে খুন করেছে দুষ্কৃতীরা। তিনি বলেন, ‘শাহজাহান মোল্লা এবং তার বাহিনী ৪০০-৫০০ লোক নিয়ে হামলা করে। আমি ওরকম কোন ঘটনা আগে কখনো দেখিনি। ওরা আমার বাড়ির দিকে ছুটে আসতে থাকে। ভয় পেয়ে ছুটতে শুরু করি আমরা। আমার স্বামী বাইকে চেপে স্থান ত্যাগ করার চেষ্টা করে কিন্তু ওরা দেখতে পেয়ে যায়। ওরাও দৌড় শুরু করে। কিছুক্ষণের মধ্যেই আমি গুলি চলার শব্দ শুনতে পাই।'