আগামী বছরের অপেক্ষা নিয়ে দশমীর সিঁদুর খেলায় মাতল বাগবাজার সর্বজনীন

আবার এক বছরের অপেক্ষা। তাই চোখে জল মুখে হাসি নিয়ে মাকে সিঁদুর দিয়ে বরণ করলেন বাগবাজার পুজো কমিটির মহিলা সদস্যরা । দূরদূরান্ত থেকে আসা বহু বিবাহিত মহিলা প্রতিবছরের মতো এবছরেও এসেছেন সিঁদুর খেলতে। সেই দুর্লভ মুহূর্ত NDTV-তে।