কমনওয়েলথ ট্রাইবুনালে বিচারপতি সিক্রির যোগদান নিয়ে বিতর্ক

সুপ্রিম কোর্টের বিচারক এ কে সিক্রির যার ভোটই শীর্ষ পদ থেকে সিবিআই প্রধান আলোক ভার্মাকে অপসারণের সিদ্ধান্তটি চূড়ান্ত করে। সরকারের তরফে তাঁর অবসর গ্রহণের পর একটি প্রস্তাব নিয়ে বিপুল সমালোচনার সৃষ্টি হয়েছে এই মুহূর্তে। সরকার লন্ডন ভিত্তিক কমনওয়েলথ ট্রাইব্যুনাল (সিএসএটি) এর সভাপতি/সদস্য পদে বিচারপতি সিক্রিকে মনোনীত করেছে। বিরোধীদলগুলি কেন্দ্রের পছন্দ নিয়ে প্রশ্ন তুলেছে, বিশেষ করে আলোক ভার্মার অপসারণের বিষয়ে তিনি সরকারের পক্ষে মতামত দেওয়ার বিষয়টিও সামনে আসছে। 6 মার্চ অবসর নেবেন তিনি। প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের পরই দ্বিতীয় স্থান তাঁর। এবং 6 মার্চ অবসর গ্রহণের পরেই কমনওয়েলথ ট্রাইব্যুনালে যোগদানের আশা ছিল তাঁর। কিন্তু কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল বলেছেন, সিএসএটিতে শূন্যপদে বিচারপতি এ কে সিক্রির মনোনয়নের বিষয়ে সরকারের "অনেক কিছু ব্যাখ্যা করা"র ছিল।