উত্তরপ্রদেশের আমেঠি কেন্দ্র থেকে রাহুল গান্ধীর বিরুদ্ধে লোকসভা নির্বাচনে লড়বেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। মনোনয়ন জমা দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী জানালেন, তিনি স্নাতক নন। এর আগে কখনও নিজের শিক্ষা বিষয়ক এই তথ্য দেননি কেন্দ্রীয় মন্ত্রী। স্মৃতি এ বার জানিয়েছেন, তাঁর শিক্ষা শেষ হয়নি। মনোয়নপত্রে স্মৃতি লিখেছেন, ১৯৯৪ সালে দিল্লি বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ওপেন লার্নিং –এর ব্যাচেলার অব কমার্স কোর্সে ভর্তি হয়েছিলেন। কিন্তু তিন বছরের পঠন সম্পন্ন হয়নি।
২০১৪ সালের নির্বাচনের মনোনয়নে তিনি শিক্ষা শেষ না করার কথা জানাননি। বাকি তথ্য অবশ্য একই ছিল। ২০০৪ সালে ভোটে তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের দূর শিক্ষণ বিভাগ থেকে কলা বিভাগে পঠন পাঠন করেছেন বলে জানিয়েছিলেন।