স্মৃতি ইরানি স্নাতক নন। মনোনয়ন জমা দিয়ে একথাই জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। এর আগে কখনও নিজের শিক্ষা বিষয়ক এই তথ্য দেননি কেন্দ্রীয় মন্ত্রী। স্মৃতি জানিয়েছেন তাঁর কলেজের শিক্ষা শেষ হয়নি। উত্তরপ্রদেশের আমেথি কেন্দ্র থেকে ভোটে দাঁড়ানোর জন্য জমা দেওয়া মনোয়নপত্রে স্মৃতি লিখেছেন, ১৯৯৪ সালে দিল্লি বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ওপেন লার্নিং–এর ব্যাচেলার অব কমার্স কোর্সে ভর্তি হয়েছিলেন। কিন্তু তিন বছরের পঠন সম্পন্ন হয়নি। ২০১৪ সালের নির্বাচনের মনোনয়নে তিনি শিক্ষা শেষ না করার কথা জানাননি। কলেজ ডিগ্রি নিয়ে এমন ভুল তথ্য দেওয়ায় কংগ্রেস বেশ জমিয়ে আক্রমণ করেছে মন্ত্রীকে। তাঁরই জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিকের অনুকরণে একটি ব্যাঙ্গগানও বেঁধেছে কংগ্রেস। স্মৃতি এর জবাবে বলেন, “আপনারা আমাকে নিয়ে যত অশালীনতা করবেন, যত বেশি কষ্ট দেবেন, আমি আমেথিতে ততই কঠোর পরিশ্রম করব।”