কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন নির্বাচিত হলেন সনিয়া গান্ধী । আজ দলের নব নির্বাচিত সাংসদরা নেতা বাছতে বৈঠকে বসেন। সেখানেই চেয়ারপার্সন হিসেবে সনিয়ার নাম চূড়ান্ত হয়। তিনিই ঠিক করবেন সংসদে কংগ্রেসের দলনেতা কে হবেন? বৈঠকে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং সোনিয়ারব নাম নেতা হিসেবে প্রস্তাব করেন। দলের নেতারা সেই প্রস্তাবে রাজি হয়ে যান। গত ৫ বছর এই দায়িত্ব সামলেছেন কর্নাটকের নেতা মল্লিকার্জুন খাড়গে। এবার তিনিও জিততে পারেননি। নতুন নেতা কে হবেন তা নিয়ে দলের মধ্যে আলোচনা চলছে। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী না ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী কে এই দায়িত্ব নেবেন তা নিয়ে চর্চা চলছে প্রথম থেকেই।