শাহজাহান রিজেন্সি নিয়ে আড্ডায় সৃজিত মুখার্জি

আজ মুক্তি পেতে চলেছে সৃজিত মুখার্জি পরিচালিত বহু প্রতীক্ষিত ছবি শাহজাহান রিজেন্সি। শঙ্করের চৌরঙ্গী গল্প অবলম্বনে তৈরি এই ছবি ঘিরে মানুষের প্রত্যাশা চরম। NDTV বাংলায় মৌমিতা করগুপ্তের সাক্ষাৎকারে কী বললেন পরিচালক? চলুন জেনে নেওয়া যাক।