দেশের ক্ষমতাসীন দল বিজেপি বারেবারেই সেনাবাহিনীকে রাজনৈতিক প্রচারের হাতিয়ার করেছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ভারতীয় সেনাবাহিনীকে ‘মোদি কি সেনা’ বলেও উল্লেখ করেছেন। সেনা দলের এমন রাজনৈতিক ব্যবহার অবিলম্বে নিষিদ্ধ করতে এবার সরাসরি রাষ্ট্রপতির কাছে চিঠি লিখলেন সেনাবাহিনীর বরিষ্ঠ সদস্যরা। রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দকে লেখা ওই চিঠিতে জানানো হয়েছে, সমস্ত রাজনৈতিক দলগুলিকে নির্দেশ দেওয়া হোক, যাতে তাঁরা অবিলম্বে সেনাদলের উল্লেখ, সেনার পোশাক, লোগো ও সম্পর্কিত সবকিছুর রাজনীতিকরণ বন্ধ করে।