কিছুদিন আগে দিল্লির নজফগড়ের এক ছাত্র লিখেছিলেন যে তার গ্রামে লাইব্রেরি নেই। লাইব্রেরি যেতে তাকে দিল্লিতেই ৪০ কিলোমিটার সফর করতে হহ। সম্ভবত এই ছাত্র প্রথম এমন ব্যক্তি যিনি লাইব্রেরির জন্য আমাদের চিঠি লিখেছিলেন। গত কয়েক দিন ধরেই উত্তরাখণ্ডের পিথৌরাগড় থেকে ছাত্রদের বার্তা এসে পৌঁছয় এসেছিল যে তারা লাইব্রেরি এবং বই নিয়ে আন্দোলন করছেন। নিজের কলেজের নষ্ট হয়ে যাওয়া বই আর লাইব্রেরির উন্নতির জন্য ছাত্ররা আন্দোলন করছেন এমন শেষ কবে শোনা গিয়েছে মনে নেই। অবশ্যই এমন এক বিষয়ে গুরুত্ব দেওয়া খুবই প্রয়োজন। সবচেয়ে ভালো ব্যাপার যে ছাত্রদের মধ্যে থেকেই সেই আন্দোলন উঠে আসছে। যদি লাইব্রেরির নাম করে প্রতিযোগিতার পরীক্ষার প্রস্তুতির জন্য রিডিং রুম পর্যন্ত তাঁদের আন্দোলন সীমাবদ্ধ রইত তবে সেটা তেমন বড় বিষয় নয়, কিন্তু বইয়ের জগতে মুখ ডুবিয়ে, বই ভালোবেসে পড়ার জন্য ভালো লাইব্রেরির দাবিতে আন্দোলন করে, তাহলে এর চেয়ে সুন্দর জন আন্দোলন আর হয় না