মঙ্গলবার রাতে প্রয়াত হলেন প্রাক্তন বিদেশমন্ত্রী তথা বর্ষীয়ান বিজেপি নেত্রী সুষমা স্বরাজ। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। বিজেপির এই বর্ষীয়ান নেত্রীর আকশ্মিক প্রয়াণে শোকস্তব্ধ দেশবাসী।বিশ্বের যে কোনও প্রান্তে থাকা কোনও ভারতীয়কে ট্যুইটে জবাব দিতেন তিনি, ফলে সোশ্যাল সাইটে খুবই জনপ্রিয় ছিলেন এই নেত্রী। সুষমা স্বরাজের মৃত্যুকে “ব্যক্তিগত ক্ষতি” বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, “ভারতীয় রাজনীতির গৌরবময় অধ্যায়ের সমাপ্তি”। এদিন সন্ধ্যায় হঠাৎই অসুস্থ হয়ে পড়ায় তাঁকে দিল্লির এইএমস হাসপাতালে নিয়ে যান পরিবারের লোকেরা। কিছুক্ষণের মধ্যেই হাসপাতালে যান দলীয় নেতারা। প্রথমেই হাসপাতালে পৌঁছান নীতিন গড়করি, হর্ষ বর্ধন, রাজনাথ সিং এবং স্মৃতি ইরানি।