কয়েকদিন বাদেই পঞ্চম দফার ভোট। প্রধানত হিন্দি ভাষা বহুল এলাকাতেই হবে এই ভোট। অথচ হিন্দি ভাষার যে মর্যাদা কোথায় যেন তার ঘাটতি দেখা যাচ্ছে। নেতাদের বক্তৃতা থেকেও তা স্পষ্ট। আক্রমণাত্মক নেতাদের মুখের ভাষায় কোনো শালীনতা নেই, আছে শুধু আক্রমণের ছাপ।নির্বাচনের সময় যে ভাষার প্রয়োগ করা হয় তা আচার সংহিতাকে লঙ্ঘন করছে কিনা সেদিকে আমাদের নজর থাকে। তবে আমাদের একটা কথা মাথায় রাখতে হবে যে ভাষা শুধু আচার সংহিতার মধ্যেই সিমাবদ্ধ নয়, তার নিজেস্ব কিছু সংস্কার আছে। শব্দ ভান্ডারের জ্ঞান থাকা আমাদের জন্য খুবই জরুরি। কিছুদিন আগেই উত্তরপ্রদেশে বোর্ডের ফলাফল প্রকাশ হয়েছে, তাতে দশ থেকে বারো লক্ষ ছাত্র ফেল করেছে।