আয়োজনের আড়ম্বর নয় বরং আন্তরিকতার উষ্ণ ছোয়াই বেসিংস্টোক ইন্দো কালচারাল এসোসিয়েশন সার্বজনিন দুর্গোৎসবের মূলমন্ত্র| এবারের প্রতিমা, ডাকের সাজের, তার সাথে চালচিত্র ও মন্ডপ সজ্জাতে থাকছে সনাতনী কলকাতার ছোয়া| এই পুজোর একটি বিশেষ আকর্ষণ সাংষ্কৃতিক অনুষ্ঠান, যার সম্পূর্ণ নিবেদক কমিটির কলাকুশীলবরা | এবারের শনিবার সন্ধ্যার মূল আকর্ষণ 'বিকা' র খুদেরা ও নাচ, গান, কবিতা |এবছরের নাটক 'মা কালী বোর্ডিং', শৈলেন দের বিখ্যাত নাটক 'জয় মা কালী বোর্ডিং' থেকে অনুপ্রাণিত | সব মিলিয়ে দুদিনের নির্ভেজাল গল্প আর আড্ডায় বেসিংস্টোক দূর্গোৎসব বাস্তবিকই "ঘরের পুজো প্রবাসে" |