প্রধানমন্ত্রীর বাংলা অভিযান শুরু হচ্ছে আজ দু’টি বিশাল সমাবেশের মাধ্যমে। প্রথমটি হবে শিলিগুড়িতে পরেরটি কলকাতার ব্রিগ্রেডে। আগে কথা ছিল মমতা ব্যানার্জী ৪ এপ্রিল কোচবিহার থেকে তার নির্বাচনী প্রচার শুরু করবেন। ঠিক মোদীর সভা শেষ হওয়ার পরেই। কিন্তু পরিকল্পনা বদলে আজ বিকেল চারটের পরে উত্তর বঙ্গ থেকে নিজের প্রচার শুরু করতে চলেছেন। দিলীপ ঘোষের দাবি, মমতার দল ধুঁকছে। তাই এটা তাদের একটা মরিয়া চেষ্টা। অর্জুন সিং বলেন, মোদীর বক্তব্য শোনার পরে কেউ আর মমতার কথা শুনতে যাবেন না। ডেরেক ও ব্রায়েন অবশ্য দিদির সমর্থনেই কথা বলেছেন। ব্রিগ্রেডে বিজেপি আজ প্রায় ৮ লক্ষ লোকের জমায়েতের বন্দোবস্ত করেছে। সমাবেশের পাল্টা সমাবেশে আপাতত গরম পশ্চিমবাংলা।