মাঘী পূর্ণিমার দিনে গুরু বৃহস্পতির পুজো করা হয়। বিশ্বাস করা হয় যে এই দিন গান্ধর্ব দেবতা স্বর্গ থেকে নেমে আসেন। এই দিনে সেই কারণেই মানুষ পবিত্র ঘাটে স্নান করেন। কুম্ভ সঙ্গমের তটে স্নান ও ধ্যান করলে করলে মনোকামনা পূর্ণ হওয়ার পাশাপাশি মোক্ষলাভও হয়। এই দিনে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পনও করা হয়। কম্বল, বই, বস্ত্র ও অন্নদান করলে পূণ্য হয় বলে বিশ্বাস করেন মানুষ। আজ সূর্যোদয়ের আগে স্নান করলে সেই জলে স্বয়ং সূর্যের তেজ থাকে যা পাপ ক্ষয় করে, এই বিশ্বাসেই কুম্ভের সঙ্গমে মাঘী পূর্ণিমার স্নান সারেন সাধারণ মানুষ।