মহাগটবন্ধনের প্রার্থী ঘোষণা হল আজ

আরেজেডি নেতা তেজস্বী যাদব আজ বিহারে মহাগটবন্ধন বা মহাজোটের প্রার্থী ঘোষণা করেছেন। দ্বারভাঙা থেকে লড়বেন আরজেডির আব্দুল বারি সিদ্দিকি। লালু প্রসাদের মেয়ে মিসা ভারতী লড়বেন পাটলিপুত্র থেকে। তেজস্বী বলেন, মহাগটবন্ধনের প্রার্থী ঘোষণা নিয়ে অনেকেই চিন্তিত ছিলেন। আমরা দেরিতে হলেও সুষ্ঠুভাবে কাজ করেছি।

Related Videos