কেরালার বাকি অঞ্চলের তুলনায় এর্নাকুলামের পরিস্থিতি খানিকটা আলাদা। এর ইস্যুগুলোও একেবারেই আলাদা। এখানে নাগরিক নানা ইস্যু থাকলেও যে সব ভোটারদের সঙ্গে এনডিটিভি কথা বলেছে তারা অবশ্য অসাম্প্রদায়িকতা ইস্যুটিকে নিয়েই বেশি ভাবিত। এর্নাকুলামের জনসংখ্যার ৪০ শতাংশই সংখ্যালঘু এবং তারা ল্যাটিন ক্যাথলিক। কংগ্রেস এবং বাম দল উভয়েই এই অঞ্চলে নির্বাচনী প্রচারে হাতিয়ার করেছে সাম্প্রদায়িকতার উপরে আঘাত আসতে পারে সেই ইস্যুটিকে। কে জে আলফন্স এ প্রসঙ্গে বলেন, ‘‘২০১৪ সালে যখন মোদী সরকার ক্ষমতায় এসেছিল তখনও বিরোধীরা মিথ্যা প্রচার চালিয়েছিল যে সব খ্রিস্টানদের মেরে ফেলা হবে, গীর্জা পুড়িয়ে দেওয়া হবে, তেমন কিছু কী হয়েছে? এ সবই অপপ্রচার।’’