কলকাতার সুবোধ মল্লিক স্কোয়ারে আট ঘণ্টার জন্য ধর্নায় বসল তৃণমূল কংগ্রেস। দুর্গা পুজো কমিটিকে আয়করের নোটিশ পাঠানোর প্রতিবাদেই এই ধর্না বলে জানানো হয়েছে। রবিবারই এই বিষয়ে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, মঙ্গলবার দলের মহিলা শাখা ‘বঙ্গজননী ব্রিগেড' মধ্য কলকাতার সুবোধ মল্লিক স্কোয়ারে ধর্নায় বসবে। দাবি, পুজো কমিটিকে আয়করের আওতামুক্ত করতে হবে। পুজো সংগঠক, অংশগ্রহণকারী এবং ‘‘যাঁরা বাংলাকে ভালবাসেন'' তাঁদের সকলকে ওই প্রতিবাদসভায় অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। সোমবারই বিজেপির তরফে বলা হয়, তৃণমূল নেতৃত্বের একাংশ কাটমানি ও চিট ফান্ড কেলেঙ্কারির মাধ্যমে যে কালো টাকা উপার্জন করেছেন, তা এই পুজোগুলিতে বিনিয়োগ করেন। তাই শাসক দল ভয় পাচ্ছে।