উত্তরপ্রদেশের মীরাটে আজ জনসভা করলেন মোদি

নির্বাচিনের আগে মীরাটে প্রথম জনসভা করলেন মোদি। জনসভায় বকতব্য রাখতে গিয়ে তিনি বলেন, দেশের আবারও ব্যাপক ভোটে জয়ী হতে চলেছে তাঁর দল বিজেপি। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের প্রচার মীরাট থেকে শুরু করার পিছনে কারণ কী? মোদি বলেন, ১৮৫৭ সালে এই মীরাটেই দেশের প্রথম শক্তিশালী আন্দোলন সিপাহী বিদ্রোহ শুরু হয়।

Related Videos