আজকের সেরা খবর: ১৩ অক্টোবর ২০১৮

রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার কাউন্সিলের সদস্য হল ভারত। সবচেয়ে বেশি সংখ্যক 188 টি ভোট পেয়ে মানবাধিকার রক্ষার জন্য গঠিত এই কাউন্সিলের সদস্য হওয়ার ছাড়পত্র মিলল। রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভার সদস্য 193 টি দেশের ভোটের ভিত্তিতে নতুন কেউ এই কাউন্সিলের সঙ্গে যুক্ত হতে পারে। ভোট পর্ব মেটার পর দেখা যায় 18টি দেশ সদস্য হওয়ার ছাড়পত্র পেয়েছে। সবচেয়ে কম 97 টি করে ভোট পেলেই কাউন্সিলে নাম লেখানো যায়।

Related Videos