আজ সকালেই দেশে ফিরলেন মিটু (#MeToo)-তে অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রী এম জে আকবর। বিদেশ সফর শেষ করে দেশে ফেরার পর তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে দিল্লি বিমান বন্দরে সাংবাদিকদের মন্ত্রী বলেন, যা বলার পরে বলব। জানা গিয়েছে তিনি মন্ত্রী হিসেবে কাজ চালিয়ে যাবেন কিনা সেই সিদ্ধান্ত হবে দলীয় স্তরে। কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার আগে দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন তিনি। জড়িত ছিলেন বহু প্রকাশনার সঙ্গে।