মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও কাশ্মীরের "উত্তেজক" পরিস্থিতির মোকাবিলায় মধ্যস্থতার প্রস্তাব দিয়ে বলেছেন, এটি একটি "অত্যন্ত জটিল জায়গা"। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দুজনের সঙ্গেই ফোনালাপের একদিন পর ট্রাম্প বলেন যে কাশ্মীরের পরিস্থিতি শান্ত করার চেষ্টায় সহায়তা করতে পেরে তিনি খুশি। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে অস্বস্তিকর সম্পর্কের অন্যতম প্রধান কারণ ধর্ম । "আমি মধ্যস্থতা করার জন্য যথাসাধ্য চেষ্টা করব," বলেন তিনি। "এখানে হিন্দু এবং মুসলমান, দুটি পক্ষ রয়েছে এবং সত্যি বলতে গেলে, এটি একটি খুব উত্তেজক পরিস্থিতি," একথাও বলেন ডোনাল্ড ট্রাম্প।