তামিলনাড়ুর মাদুরাইতে এইমসের শিলান্যাসের জন্য রবিবার উপস্থিত থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তার আগে টুইটারে যেভাবে ‘গো ব্যাক মোদি ট্রেন্ড করতে শুরু করল, তা বিজেপি এবং নরেন্দ্র মোদি, দু'তরফের কাছেই প্রবল দুশ্চিন্তার কারণ। সাইক্লোন গাজার দাপটে তামিলনাড়ুর ওই জেলাটিতে ৩ লক্ষের বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েন। কমপক্ষে ১১ লক্ষটির মতো গাছ শিকরবাকড়-সহ উপড়ে যায় মাটি থেকে। সেই ঘটনায় কেন্দ্রীয় সরকারের ভূমিকা থেকে যে পুঞ্জীভূত ক্ষোভ জন্মেছিল, তারই বহিঃপ্রকাশ এই টুইটার-উষ্মা। বেশিরভাগ টুইটেই প্রয়াত দক্ষিণী নেতা এ ভি পেরিয়ারের একটি কার্টুন বলছে ‘গো ব্যাক মোদি'। যে কার্টুনটির চারপাশ জুড়ে রয়েছে তামিলনাড়ুর মানচিত্র। গেরুয়া জ্যাকেট পরা নরেন্দ্র মোদি চপার থেকে নামিয়ে দেওয়া মইয়ের দিকে দৌড়চ্ছেন প্রাণপণে। অর্থাৎ, কার্টুনটির মূল বক্তব্য একটাই। মাদুরাই তথা গোটা তামিলনাড়ুর গর্জনে ভয় পেয়ে দৌড়ে পালাচ্ছেন প্রধানমন্ত্রী। হ্যাশট্যাগ # মাদুরাই থ্যাঙ্কস মোডি এবং # টিএনএলএলভয়েড মোডিও টুইটারে শীর্ষ প্রবণতাগুলির মধ্যে রয়েছে