কুম্ভমেলায় আগত দর্শনার্থীদের উপরে পুষ্পবৃষ্টি করার আয়োজন করেছে উত্তরপ্রদেশ সরকার। এবছর অর্ধকুম্ভে প্রায় ১৪ লক্ষ মানুষের সমাগম হওয়ার কথা। যার মধ্যে বিদেশি ভক্তের সংখ্যাই ১০ লক্ষ। পালকি,রথ ও ঘোড়ায় চড়ে এবছর মকরস্নানে অংশ নেন ১৪ টি আখড়ার সাধু সন্ন্যাসীরা। এবছর প্রতিবছরের থেকে আরও বিশাল এলাকা জুড়ে কুম্ভমেলা আয়োজিত হয়েছে