মহালয়ার ঠিক আগের দিন NDTV -র সঞ্চালক পৌঁছে গেছিলেন কুন্ডু বাড়িতে। গৃহকর্তা জয়দীপ ও তাঁর স্ত্রী সুচন্দ্রা কুন্ডুর হাত ধরেই দশ বছর ধরে চলছে এই পুজো। পুজোর আগে থেকেই বাড়িতে দেখা যায় আত্মীয় পরিজনদের ভিড়। কারণ কেউই পুজোর এক মুহূর্ত আনন্দ থেকে বঞ্চিত হতে চায় না। গৃহকর্তীর মতানুসারে প্রথম বছর পুজো থেকে শুরু হয়েছিল তাঁর শেখার পালা, আজও তিনি শিখে চলেছেন, আর হয়তো কোনো দিনই এই শেখার শেষ হবে না।