কলকাতার অন্যতম সেরা পুজো সুরুচি সংঘের পুজো। 65 তম বছরে এবারে তাদের থিম 'মা এসেছেন মাটির ঘরে- শিউলি গন্ধ উৎসব জুড়ে।' তাদের থিম সং-এর গীতিকার ও সুরকার মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়। গেয়েছেন ইন্দিনীল সেন ও লোপামুদ্রা মিত্র। চলচিত্রায়ন করেছেন সৃজিত মুখোপাধ্যায়। NDTV বাংলার সঙ্গে ঘুরে দেখে নিন সুরুচি সংঘের এবারের পুজো।