শুধু কলকাতার বাঙালিরাই নয়, প্রবাসী বাঙালিরাও মেতে উঠেছে দুর্গাপুজো নিয়ে। গ্লাসগো-র দুর্গাপুজো এবার ৩৮ বছরে পা রাখল। সেখানকার বঙ্গ সংস্কৃতি পরিষদের দূর্গা পুজো কমিটি এই পুজোর উদক্তা। ঢাকের তাল ও গানের সুর সেখানকার পুজোকে আরও কয়েক গুন বেশি মুখরিত করে তুলেছে। শুধু পুজো নয়, সেই সাথে চলে ভুঁড়ি ভোজও। পুজো মানেই একে অপরের সাথে একাত্ম হয়ে, জীবনের একঘেয়েমি গুলোকে দূরে সরিয়ে রেখে কয়েকটা দিন আনন্দে গা ভাসানো।