সিবিআইয়ের মধ্যে সংঘাত আরও বড় আকার ধারন করল। সূত্রের খবর, স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্থানার থেকে সমস্ত ক্ষমতা নিয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি রাকেশের সঙ্গে সিবিআই অধিকর্তা অলোক বর্মার লড়াই দিল্লি হাইকোর্টে পৌঁছে গেল। নিজের বিরুদ্ধে থাকা এফআইআর খারিজ করতে রাকেশ দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। আদালতে তাঁর দাবি অভিযুক্ত ব্যক্তির কথার উপর ভিত্তি করেই এফআইআর দায়ের হয়েছে।
অযোধ্যায় পুলিশের সঙ্গে সংঘাতে জড়াল প্রবীন তেগরিয়ার সমর্থকরা। একটি অনুষ্ঠানে যোগ দিতে রামকোটে যাওয়ার কথা ছিল তাদের। কিন্তু আচমকাই তারা অযোধ্যায় বিতর্কিত জমির দিকে যাওয়ার চেষ্টা করে। বাধা দেয় পুলিশ। আর তখনই দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। আহত কয়েকজন।
কয়েকটি শর্ত মেনে বাজি বিক্রি এবং পোড়ানোর উপর সুপ্রিম কোর্ট। আদালত জানায় শুধু মাত্র কম দূষণ ছড়ায় এমন বাজি প্রস্তুত এবং ফাটানো যাবে। একই সঙ্গে লাইসেন্স আছে এমন ব্যবসায়ীরাই বাজি বিক্রি করতে পারবেন।
কয়েক মাস আগে জাতীয় রাজনীতিতে ঝড় তোলা এনআরসি ইস্যুর জের এখনও বজায় রয়েছে, নাগরিক তালিকায় নাম নথিভুক্ত করা নিয়ে তৈরি হওয়া ঘটনাক্রমের জেরে আজ আবার বারো ঘণ্টার বনধ পালিত হল।