সিবিআই পরিচালক রাকেশ আস্থানা অভিযোগ অস্বীকার করে পালটা অভিযোগ করেছেন যে, যে সময়ে তাঁর ঘুষ নেওয়া, সেই সংক্রান্ত কথোপকথন ও লেনদেনের কথা বলা হয়েছে, সেই সময় তিনি লন্ডনে ছিলেন। সতীশ সানার দায়ের করা এফআইআরে বলা হয়েছে যে, ২ ডিসেম্বর ঘুষ নিয়ে আলোচনা করা হয় এবং ২017 সালের 13 ডিসেম্বর ঘুষের টাকা দেওয়া হয়। রাকেশ অস্থানা বলেন যে, তিনি বিজয় মালিয়ার মামলার শুনানির বিষয়ে তখন লন্ডনে ছিলেন।