উত্তরপ্রদেশ সরকার শনিবার রাতে সরযূ নদীর তীরে রাম মূর্তি তৈরির কথা পুঙ্খানুপুঙ্খ বিবরণ সমেত ঘোষণা করল। মূর্তির উচ্চতা ২২১ মিটার যা, গুজরাটের স্ট্যাচু অব ইউনিটির থেকেও আকারে বড়।উত্তরপ্রদেশ সরকারের তরফে একটা প্রেস রিলিজ প্রকাশ করে জানানো হয়, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ব্রোঞ্জ দিয়ে রাম মূর্তি তৈরির বিষয়ে অনুমতি দিয়েছেন। রামের চেহারাই হবে ১৫১ মিটার, পেডিস্টাল হবে ৫০ মিটারের এবং তার মাথার ওপরের ছত্র হবে ২০মিটারের। মূর্তির একটা প্রতীকী ছবি সংবাদ মাধ্যমের সঙ্গে ভাগ করে নেওয়া হয়েছে