আমরা কি সত্যিই বিচারের কথা বলি নাকি বিচারের নামে কংগ্রেস বনাম বিজেপির লড়াই খুঁজি? দাঙ্গা বা গণহত্যার প্রশ্ন যখন আসে তখন এমন কিছু জায়গাতেও আলোচনার রেশ পৌঁছে যায় যেখানে তা হওয়ার কথা ছিল না। তাই গণহত্যার প্রসঙ্গ এখন পুণা থেকে শুরু করে আলোয়ার এবং বুলন্দশহরেও শোনা যাচ্ছে। বোঝা যাচ্ছে গণগত্যা শুধু দিল্লি বা গুজরাটের বিষয় নয়। ৮৪ সালের শিখ দাঙ্গায় সাজা প্রাপ্ত কংগ্রেস নেতা সজ্জন কুমার দলের প্রাথমিক সদস্য পদ ছেড়ে দিয়েছেন। কিন্তু আসল কথা সজ্জন কুমার একা নন আর তাঁরা যে শুধু কোনও একটি বিশেষ দলে থাকেন তাও নয়।