সরকারি বিদ্যালয় ও কলেজগুলিতে শিক্ষার ব্যবস্থা এমনই যে, সামান্য উন্নতি হলেই আমরা একে পরিবর্তন হিসাবে দেখি। সরকারি বিদ্যালয়ে লক্ষ লক্ষ পরিমাণে শিক্ষক কম। যারা রয়েছেন তাঁরা হয় পড়াতে পারেন না বা প্রশিক্ষিত নন। ২০১৬ সালের ডিসেম্বর মাসে লোকসভায় একটি প্রশ্নের জবাবে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভড়েকার বলেন, প্রাথমিক বিদ্যালয়গুলিতে ৯০,৭৫৮৫ জন শিক্ষক কম রয়েছেন এবং মাধ্যমিক বিদ্যালয়ে এক লাখেরও বেশি শিক্ষক নেই। এখনও পর্যন্ত কতগুলি পদ ভর্তি হয়েছে তার কোনও বিবরণ নেই তবে ২০১৪ সালের ২৫ ডিসেম্বর ইন্ডিয়ান এক্সপ্রেসে একটি প্রতিবেদন ছাপা হয়েছিল। সেন্টার ফর বাজেট অ্যান্ড গভর্ন্যান্স অ্যাকাউন্টেবিলিটি (সিবিজিএ) এবং চাইল্ড রাইটস অ্যান্ড ইউ (ক্রাই) একটি সমীক্ষা পরিচালনা করে, যাতে দেখা যায় ছয়টি রাজ্যের প্রাথমিক বিদ্যালয়ে ৫ লাখের কম শিক্ষক রয়েছেন। এর মধ্যে ৪ লাখেরও বেশি শিক্ষকহীনতার সমস্যায় রয়েছে বিহার ও উত্তরপ্রদেশ।