কলকাতার ব্রিগেড ময়দানে আয়োজিত তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্বারা সংগঠিত "ইউনাইটেড ইন্ডিয়া র্যালি" আজ লক্ষ লক্ষ জন সমাবেশে বিরোধী নেতাদের পাশাপাশি জনসাধারণের কাছ থেকে একটি অভূতপূর্ব প্রতিক্রিয়া পেয়েছে। মঞ্চে ছিলেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব, ডিএমকে প্রধান এম কে স্ট্যালিন, লোকতান্ত্রিক জনতা দলের প্রধান শরদ যাদব, ন্যাশনাল কনফারেন্সের প্রধান ফারুক আব্দুল্লাহ এবং জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির প্রধান শরদ পাওয়ার। কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী এই অনুষ্ঠানে অংশ নিতে না পারলেও তৃণমূল নেত্রীকে চিঠি দেওয়া এক চিঠিতে তিনি তার সমর্থন জানিয়েছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, বিজেপি সরকার দেশে যে "অন্ধকার দিন" নিয়ে এসেছে তাঁর বিরূপ প্রতিক্রিয়া হিসাবেই আজকের এই স্বতস্ফূর্ত সভা। মমতা বন্দ্যোপাধ্যায় এই দিনটিকে "মোদি সরকারের মেয়াদ শেষ হওয়ার তারিখ" বলেও উল্লেখ করেছেন। তবে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সমাবেশটি সম্পর্কে মন্তব্য করেছেন যে বিরোধী দলগুলি তাঁদের পরিবার ও সাম্রাজ্য সংরক্ষণের জন্যই ঐক্যবদ্ধ হয়েছে।