গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় জঙ্গিহানাকে কেন্দ্র করে উত্তপ্ত ছিল পরিস্থিতি। তারপর পাকিস্তানের বালাকোটে পাল্টা এয়ার স্ট্রাইক করে ভারতীয় বায়ুসেনা। দুই দেশের মধ্যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছিল। এরই মধ্যে ভারতীয় বায়ু সেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে আটক করে পাকিস্তানি সেনারা। এরপর আরও ঘোরালো হয় পরিস্থিতি। শেষমেশ জেনেভা চুক্তির জোরে অভিনন্দনকে অক্ষত অবস্থায় ভারতে পাঠিয়ে দেয় পাকিস্তান। গতকাল ওয়াঘা সীমান্ত দিয়ে ভারতের মাটিতে পা রাখেন তিনি। কিন্তু তাঁকে ভারতের হাতে তুলে দিতে এতটা সময় কেন লাগলো? প্রাইম টাইমে শুনে নিন রভিশ কুমারের মন্তব্য।