এই দেশের ভোটের ইতিহাসে এই প্রথমবার, স্রেফ ভোট কেন্দ্রে নয় সোশ্যাল মিডিয়াতেও ভোটের প্রচার বিষয় নজরে রাখবে নির্বাচন কমিশন। গুগল, টুইটার, ফেসবুক সহ অন্যান্য সোশ্যাল মিডিয়াতে ভোটের প্রচার, রাজনৈতিক বিজ্ঞাপন দিতে হলে ছাড়পত্র লাগবে নির্বাচন কমিশনের। এই সব সোশ্যাল মিডিয়াও জানিয়েছে, নির্দিষ্ট ছাড়পত্র না থাকলে তাঁরা ওই বিজ্ঞাপন প্রচার করবেন না। ভুয়ো খবর আটকাতে নির্বাচন কমিশন জানিয়েছে সমস্ত প্রার্থীকে তাঁদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের তথ্য দিয়ে রাখতে হবে কমিশনকে।