জুনিয়র চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে কাজ বন্ধ রেখে প্রতিবাদে সামিল হয়েছেন চিকিৎসকরা। ফলে রাজ্যের বিভিন্ন জায়গায় সরকারি হাসপাতালে অচলাবস্থা তৈরি হয়েছে।এই অবস্থায় বিক্ষোভরত চিকিৎসকদের এবার ৪ ঘন্টার সময়সীমা বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী তথা রাজ্যেরস্বাস্থ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসএসকেএম হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিক্ষোভরত ইন্টার্ন চিকিৎসকদের কাজে ফিরতে বলেন তিনি। তাঁর সামনে “বিচার চাই”(We Want Justice) স্লোগান দেন বিক্ষোভরত চিকিৎসকরা। যেসমস্ত চিকিৎসকরা কাজ করছেন না, তাঁদের অবিলম্বে হোস্টেল ছেড়ে দেওয়া উচিত বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।