নিজের টুইটার একাউন্টে পরিচয় বদলাতে দেখা যাচ্ছে রাহুল গান্ধীকে। তিনি নিজের নামের পাশ থেকে কংগ্রেস সভাপতি সরিয়ে ফেলে তার পরিবর্তে লিখেছেন কংগ্রেসের সদস্য ও সাংসদ। সাধারণের উদ্দেশ্যে তিন পাতার একটি চিঠি লিখে নিজের পদত্যাগের কথা ঘোষণা করেছেন। এখন রাহুল গান্ধীর বদলে এক মাসের জন্য ভারপ্রাপ্ত কংগ্রেস অধ্যক্ষ করা হয়েছে মতিলাল বোরাকে। কংগ্রেসের সংবিধান অনুসারে যদি কোনো কারণে কংগ্রেসের সভাপতি পদ খালি হয়ে যায়, তাহলে সেই স্থানে কংগ্রেসের সভাপতি হিসাবে বরিষ্ঠ মহাসচিবকে সেই দায়িত্ব গ্রহণ করতে হয়। রাহুল গান্ধী ঠিক করে ফেলেছেন যে, তিনি আর কখনই কংগ্রেসের সভাপতি হবেন না। কিন্তু এখন প্রশ্ন হল, তাহলে কংগ্রেসের নতুন সভাপতি কে হবেন ? রাহুলের পদত্যাগ কংগ্রেসের সামনে এনে দিয়েছে এক বিরাট প্রশ্ন, গত ৪৫ বছরেও এত বড়ো প্রশ্নের সম্মুখীনতা করতে হয়নি কংগ্রেসকে।