ঠিক যেভাবে উত্তরপ্রদেশে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদের নামে গুণ্ডামি তথা সরকারি সম্পত্তি ভাঙচুর বন্ধে গুলি করে মারা হয়েছে, ঠিক সেভাবেই এ রাজ্যেও কড়া পদক্ষেপ করা উচিত, বললেন পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষ । যাঁরা এভাবে জনগণের সম্পত্তি নষ্ট করছে তাঁদের গুলি করে মারা উচিত বলে বিতর্কিত মন্তব্য করেন তিনি। "ওগুলো কি ওঁদের বাবার সম্পত্তি? কীভাবে ওঁরা করদাতাদের টাকায় নির্মিত সরকারি সম্পত্তি নষ্ট করতে পারেন?", আন্দোলনের নামে সরকারি সম্পত্তি ভাঙচুরের ঘটনায় রীতিমতো ক্ষোভ উগরে দিয়ে বলেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের করা এই মন্তব্য়ের প্রতিক্রিয়ায় সোমবার বাবুল সুপ্রিয় বলেন, "দিলীপ দা যা বলেছেন তা অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন মন্তব্য। কেন্দ্রীয় মন্ত্রী টুইট করেন, "দিলীপ ঘোষ যা বলেছেন তার সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই"।