বাংলার ৪২'টি লোকসভা আসন নিয়ে লড়াই। তার মধ্যে বিজেপি ২৩'টি আসনে জয়লাভ করবে বলে রীতিমত কথা দিয়ে দিয়েছেন বিজেপির প্রধান সভাপতি অমিত শাহ। এত বড় ভাগাভাগির নির্বাচন এর আগে এই রাজ্য দেখেনি। যেকানে মূল লড়াইটি প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রীর মধ্যে। একের পর এক সভা। এবং, তা থেকে একের পর এক তির। এই তিরের জবাব কী করে অপরপক্ষ দেবে, তা নিয়ে যেন আসলে আর একপক্ষের কোনও ভাবনাই নেই। বাংলার লড়াইটা ঐতিহ্যগতভাবেই ডানপন্থী আর বামপন্থীদের মধ্যে। যা, গত প্রায় পাঁচ দশক ধরেই চলছে। এই লড়াই চলতে চলতেই বাংলা দেখেছে বহু বহু বিক্ষোভ, অনেক আন্দোলন, অজস্র ওঠানামা- কিন্তু কেউই আসলে কোথাও গিয়ে বদলাতে পারেনি বাংলার মূল চেহারাটা।