তীব্র জল সংকটে ভুগছে চেন্নাই। ছুটির দিনে জলের কলে লাইন দেওাটাই কাজ হয়ে দাঁড়িয়েছে চেন্নাইয়ের মানুষের। স্কুলের শিশুরাও স্কুল কামাই করে বাড়ির জন্য জল ভরছে লাই দিয়ে। মাটির জলের স্তর এতখানিই নেমে গিয়েছে এই শহরে যে, সোমবার থেকে স্কুল পর্যন্ত অদ্ধদিবস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাকি সময়টা জল ভরার কাজেই কাটছে স্কুল পড়ুয়া থেকে শুরু করে সমস্ত মানুষের।