প্রতিবাদ, বিক্ষোভের মাঝেই নাগরিকত্ব (সংশোধনী) বিল (CAB) বুধবার পেশ হতে চলেছে রাজ্যসভায় (Rajya Sabha)। গত সোমবার লোকসভায় বিরোধীদের প্রবল আপত্তি সত্ত্বেও পাস হয় এই বিল। বিজেপির নেতৃত্বাধীন এনডিএ নিম্ন কক্ষে সংখ্যাগরিষ্ঠ। তাই ৩১১-৮০ ভোটে বিলটি পাস হয়ে গিয়েছিল। কিন্তু রাজ্যসভায় তাদের আসন সংখ্যা অত বেশি নয়। বর্তমানে রাজ্যসভার আসন সংখ্যা ২৪০। সংখ্যা গরিষ্ঠতার অঙ্ক হল ১২১। এনডিএ, যার মধ্যে এআইডিএমকে, জেডিইউ ও অকালি দলও রয়েছে, তাদের সদস্য ১১৬। অন্য দিক থেকে ১৪টি আরও সমর্থন নিয়ে তারা ১৩০ হতে পারে। ভিন্ন ভিন্ন দলের নেতারা রাজসভায় নিজেদের মতামত জানতে ব্যস্ত, তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন তাঁর ব্যক্তব্যের শুরু করেছিলেন বাংলায়। তিনি জানান এই ডিসেম্বর মাসে বহু বাঙালি স্বাধীনতা সংগ্রামীর জন্ম হয়েছিল, তাদের নাম গুলি স্মরণ করলেই বোঝা যাযে যে, বাঙালিদের দেশ প্রেম শেখানোর কোনো দরকার নেই। এমনকি তিনি অমিত শাহের উক্তিকে কটাক্ষ করে জানিয়েছেন যে, বাঙালিদের চিন্তার যথেষ্ট কারণ আছে।