এই রাজ্যে ৩৪ বছর ধরে ক্ষমতায় ছিল বামেরা। কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্রে কেন প্রাসঙ্গিকতা কমে যাচ্ছে বামেদের। এই নির্বাচনে কীভাবে নিজেদের ভোটের সংখ্যা বাড়াতে চাইছে বামেরা? এই প্রসঙ্গে সূর্যকান্ত মিশ্র বলেন, “নির্বাচন থাকুক বা না থাকুক, লড়াইয়ে রয়েছেন বামেরা” তিনি আরও বলেন, এই দেশের নিরিখে তাঁদের বিরোধিতা বিজেপির বিরুদ্ধে, রাজ্যের ক্ষেত্রে তাঁদের মূল বিরোধিতা তৃণমূলের সঙ্গেই।