বাবা মাকে আদর্শ মনে করে সন্তান বেড়ে ওঠে। ডাক্তারের ছেলে হতে চায় ডাক্তার, উকিলের ছেলে হতে চায় উকিল। কিন্তু কৃষকের ছেলে আর কৃষক হতে চায় না। কৃষককে নিজের রক্ত-ঘাম ঝরিয়ে পরিশ্রমের বিনিময়ে কেবলমাত্র প্রতারিত হতে হয়। না পায় ফসলের ন্যায্য দাম, না পায় সামাজিক মর্যাদা। তাই কৃষকের ঘরের ছেলেরা আর চায় না কৃষিজীবী হয়ে থাকতে। অন্নসংস্থানের আশায় তারা চায় পড়াশোনা শিখে বিকল্প কর্মসংস্থান খুঁজে নিতে। কিন্তু কৃষকের ছেলে কৃষক না হলে আমরা ও আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আগামী দিনে খাবার কোথায় পাবো? তা কি একবারও আপনারা ভেবে দেখেছেন? এখন ভেবে দেখার সময় এসেছে।