খবর এখন সর্বত্র। কিন্তু যা খবর আমরা দেখছি বা পড়ছি, শুধুই কি সেটাই সত্য? নাকি আমাদের সমস্ত সভ্যতা এক অদ্ভুত মিথ্যা আর সত্যের দোলাচলে? বুলেট ট্রেনের জন্য 54000 ম্যানগ্রোভ গাছ কাটা হবে। একটা গাছ বড় হতেই দশ থেকে পনেরো বছর সময় লাগে। সমুদ্রের উপকূলে নোনা জমিতে ম্যানগ্রোভ অরণ্য সরকারের বৃক্ষরোপণ পরিকল্পনায় জন্মায়নি। কিন্তু এখন সব গাছ কেটে ফেলা হবে। যাতে মুম্বাই থেকে আহমেদাবাদ বুলেট ট্রেন যেতে পারে। মন্ত্রীরা বলছেন যে ওই জায়গায় তাঁরা পাঁচ গুণ বেশি গাছ লাগবেন। প্রশ্ন হচ্ছে এ ধরনের জমিই কোথা থেকে পাবেন তাঁরা? কিন্তু এতো উন্নয়নের খবর! এমন সময় উন্নয়ন হচ্ছে যখন চেন্নাই জলের অভাবে শুকোচ্ছে, অন্যান্য শহরগুলিও একই সংকটে পড়বে। এই সময়ে যদি আমরা 54000 গাছ কেটে ফেলি তাহলে তো খুবই ইতিবাচক সেই বিষয়। তাই কি?