কারা এই নাগা সন্ন্যাসীরা?

নাগা সন্ন্যাসীদের নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বলা হয় যে, অন্যধর্মের আগ্রাসন থেকে হিন্দুধর্মকে রক্ষা করার জন্য আদিগুরু শঙ্করাচার্য সাধুদের বিশেষ প্রশিক্ষণ দিতে শুরু করেন। তাঁর নেতৃত্বে এই নাগা সন্ন্যাসীরা কঠোর তপস্যার মধ্য দিয়ে ক্ষিপ্র হয়ে উঠতে থাকেন, এবং ধর্মকে রক্ষার জন্য অস্ত্রশিক্ষাও নেন। তখন রাষ্ট্র ও ধর্মকে যথাযোগ্যস্থানে মর্যাদা দিতে নাগা সাধুদের কুম্ভমেলায় স্নানের অগ্রাধিকার দেওয়ার মাধ্যমে তাঁদের বিশেষ মর্যাদা দেওয়া হয়।

Related Videos