চিট ফান্ড কান্ডকে কেন্দ্র করে কেন্দ্রের সঙ্গে রাজ্যের বিরোধিতা ক্রমশ বাড়ছে। কিন্তু যে সব মানুষ চিট ফান্ড কান্ডে প্রতারিত হয়েছে, খোয়া গিয়েছে যাদের টাকা, তাদের সুবিচারের দায় কার? কেন্দ্রের না রাজ্য সরকারের? প্রাইম টাইমে শুনে নিন রভিশ কুমারের পর্যালোচনা।